SUCCESS STORY
সফলতার গল্প (সাদিক হোসাইন)
https://www.facebook.com/binary.pathshala/posts/1958653421129772
তো যেদিন আমি বাইনারি পাঠশালা তে প্রথম ক্লাস করলাম তখন মাথায় ছিল যে আমি আজকে নতুন কিছু একটা শিখব! অনেক কিছুই শিখেছি সেই প্রথম দিন থেকে আর তা শুধু পড়ার পাঠ্য বিষয় এর মধ্যেই সীমাবদ্ধ থাকে নি! পড়ার পাশাপাশি যে গুলি শিখেছি তা হয়ত সেখানে না গেলে এত তাড়াতাড়ি শেখা হত নাহ! আজ আমি বাইনারি পাঠশালা তে ট্রেইনার হিসেবে কর্মরত একজন! সেই প্রথম দিনের ক্লাস করার সময় এইটা ভাবিনি যে একদিন আমিই এরকম একটা ক্লাস নিব! সফলতা টা তো সেখানেই আজ যা শিখছি কাল তা আরেক জন কে ও শিখাইতে পারলাম! বাইনারি পাঠশালা পরিবারের একজন হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি আমি! বাইনারি পাঠশালা তোমাকে শুধু শেখাবে তাই নয় বরং কাল তুমি কোথায় থাকবা তা তোমাকে দেখিয়ে দিবে! একজন সফল মানুষ তখন সফল হয় যখন তার বাবা মা এর কাছে সে সফল, অন্তত আমি তাই ই মনে করি। নিজ খরচে বাড়ি যেয়ে আবার মা এর জন্য উপহার সাথে নিয়ে গেলে মা কে অবাক করার মত খুশি কি হতে পারে? বাবা মা আমাকে ফোন করলে আমি বলতে পারি মা আমি অফিসে আছি তখন মা বাবার যে খুশিটা আমি বুঝতে পারি সেইটাই বড় পাওয়া আমার কাছে! সফলতা টা এখানেই! কৃতজ্ঞতায় আমি সাদিক হোসাইন! ধন্যবাদ বাইনারি পাঠশালা!
No comments